ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাস্থ্য ব্যবস্থা আছে কোথায় পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই নেই। ডাক্তারবাবুদের ইস্তফা দিয়ে কিছুই হবে না। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। উনি চেয়ারে ফেভিকল লাগিয়ে বসে আছেন। এই দিন সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলায় এসে দুর্গ পুজোর মণ্ডপ উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মন্তব্য করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো। পাশাপাশি তিনি আরো বলেন এটা আনন্দের পুজো নয়, এটা প্রতিবাদের পুজো, মায়ের কাছে প্রার্থনা করি যেন সকলে সুস্থ থাকেন, তবে এ রাজ্যে কেউ সুরক্ষিত নন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু খেতে খেতে পূজা উদ্বোধন নয় এই বছর এই বছর প্রতিবাদের পুজো, মায়ের কাছে শুধুই প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে, এমনটাই বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো।
ডাক্তারবাবুদের ইস্তফা দিয়ে কিছুই হবে না,রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে,ঝাড়গ্রামে বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো।

Leave a Reply