তাক লাগিয়ে দিলেন গাজোল ক্লাব গাজোল আকন্দা সার্বজনীন দুর্গোৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদার— গাজোলে নৌকার উপর দুর্গাপুজোর প্যান্ডেল করে তাক লাগিয়ে দিলেন গাজোল ক্লাব গাজোল আকন্দা সার্বজনীন দুর্গোৎসব। এবারে পূজো ১৫ তম পূজো অনুষ্ঠিত হচ্ছে এখানে প্যান্ডেল করা হয়েছে নৌকার ওপর প্যান্ডেল এবং প্রতিমা করা হয়েছে অজন্তা আদলের যা দেখে দর্শকদের মন জয় হয়। গাজোল ক্লাবের সম্পাদক নিতেশ মন্ডল বলেন আমাদের এই পুজো ১৫ তম পূজো অনুষ্ঠিত হচ্ছে ।এবার আমাদের প্যান্ডেল উন্নত মানের করার ইচ্ছা ছিল প্যান্ডেল তৈরি করার পূর্বে সরকারিভাবে মাইকিং করা হয় বন্যা নিয়ে তাই আমরা পূর্বের চিন্তাধারা পরিবর্তন করে এবার নৌকার উপর প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেল করেছেন গাজোলের আলাল অঞ্চলের আলালের বাসিন্দা মনোরঞ্জন হালদার এবং প্রতিমা তৈরি করেছেন গাজোলের আনন্দপল্লী এলাকার বাসিন্দা অরবিন্দ পাল। তবে এ বছর আমাদের প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে প্রতিবছরের তুলনায় এ বছর দর্শকের ভিড় উপচে পড়ছে এবং দর্শক প্যান্ডেল ও প্রতিমা দেখে খুব আনন্দ পাচ্ছেন, তাই এ বছর আমাদের পরিশ্রম অনেকটাই সার্থক হয়েছে। এছাড়াও আমাদের এখানে অষ্টমী এবং নবমীর দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং অষ্টমীর দিন নর নারায়ণ সেবা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *