বয়স্কদের পূজা মন্ডপে ঘুরে পুজো দেখার ব্যবস্থা করল বালুরঘাট পৌরসভা।।।

0
185

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূজার আনন্দে থেকে অসহায় বয়স্করা যাতে বাদ না পরে তাই বয়স্কদের পূজা মন্ডপে ঘুরে পুজো দেখার ব্যবস্থা করল বালুরঘাট পৌরসভা। শহরে এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাদের নিকট আত্মীয় বলতে তেমন কেউ নেই যারা আছেন তারা কর্মসূত্রে বাইরে আবার এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাদের আর্থিক সঙ্গতি নেই টাকা খরচ করে গাড়ি ভাড়া করে মণ্ডপ ঘুরে দেখার। যে কারণে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বুধবার পঞ্চমীর দিন দুপুরে শহরের ২৫ টি ওয়ার্ড থেকে দুটি করে টোটো এই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করে সূত্রের খবর প্রায় ৫০ টি টোটো তে প্রায় ২০০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের বুধবার প্রতিমা দর্শনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৃদ্ধ বৃদ্ধারা, পূজার দিনে আনন্দে সামিল হতে পেরে তারাও খুশি।

বাইট :- জ্যোৎস্না ঘোষ, দর্শনার্থী।
বাইট :- নির্মল কুমার ঘোষ, দর্শনার্থী।
বাইট :- অশোক মিত্র, চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here