সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।।

0
183

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট:
১৯৯৫ সাল থেকে শুরু দুর্গা পূজা। বেশ ঐতিহ্যবাহী দুর্গাপূজা।
দেবিপক্ষে সূচনা হয়ে গেছে মহালয়ার দিন। ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে চলছে উৎসবের আমেজ। উমা এসেছে তার বাপের বাড়িতে। আর ঘরের মেয়েকে ঘরে দেখে বেশ আনন্দ সবাই। সারা রাজ্যজুড়ে এখন উৎসবের আমেজ, সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের জোয়ারদার পরিবারের দুর্গাপূজা। জানা যায় বেশ ঐতিহ্যবাহী এই দুর্গাপূজা। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে নাকি এই পুজো প্রচলন হয়ে আসছে। শহর জুড়ে আমাদের ক্যামেরা ঘুরছে এদিন আমাদের ক্যামেরা পৌঁছে যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জোয়াদ্দার পরিবারে।
পুজো উদ্যোক্তা প্রণব জোয়ারদার বলেন বালুরঘাটের ঐতিহ্যবাহী জোহার তার বাড়ির পুজো ১৯৯৫ সাল থেকে শুরু হয় আগে বাংলাদেশে এই পুজো করা হতো। এপারে আসার পরে সেখানে পুজোটা বন্ধ হয়ে যায় তার কিছুদিন পরে এখানে পুষ্পরানি জোরদার ঐশ্বরিয়া নির্দেশে পুজো শুরু করেন এখন পরিবারের সদস্য মিলে এই পুজো পরিচালনা করা হয়। ভাই পরিমল জোয়ারদার সঙ্গে এই পুজো করছি। এ বছর আমাদের ২৮ তম বর্ষ পদার্পণ করল জন্মাষ্টমীর দিন এই পূজার কাঠামো পুজো হয়। যে দন্ডের উপরে কাঠানো হয় তাকে আমরা শক্তি দন্ড বলি। প্রসঙ্গত এই দুর্গাপূজার কয়দিন এই জোয়াদ্দার পরিবারে এক প্রকার তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পাশাপাশি ব্যাপক ভক্তের ভীর হয় এই জোরদার পরিবারের পুজোয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here