নিজস্ব সংবাদদাতা, মালদা–-ফিরে দেখা ১৯৭১ এ বছরের এই পূজো কমিটির থিম। ৫২ তম বর্ষে পদার্পণ করল এবারের পূজো। পুরাতন মালদহ শহরের নবাগত ক্লাবের এই থিম ভাবনায় নজর কাড়লো গোটা পুরাতন মালদহ বাসির। প্রত্যেক বছর পূজো উদ্যোক্তারা বিশেষভাবে চমক দিয়ে থাকেন। এ বছরের তাদের থিম ফিরে দেখা ১৯৭১ অর্থাৎ ১৯৭১ সালে ওপার বাংলা তথা পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এপার বাংলায় কাঁটাতার পেরিয়ে যেভাবে ভারতের প্রবেশ করেছিলেন তাদের জীবনযাত্রা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
৫২ তম বর্ষে পদার্পণ করল নবাগত ক্লাবের এবারের পূজো।

Leave a Reply