নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ অক্টোবর :- বেলুড় মঠের আদলে দুর্গাপুজো বালুরঘাটের বিবেকানন্দ পল্লী বারোয়ারি মন্দিরে। প্রথা মেনে দুর্গা মহাষ্টমীতে এবার প্রথম হল কুমারী পূজা। এদিন সাত বছরের বোসুধা রায় কে কুমারী হিসেবে পূজা করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের প্রথম শ্রেণির ছাত্রী বোসুধা রায়। বালুরঘাট ডেয়ারি ফার্ম এলাকার বাসিন্দা সিমন রায়ের একমাত্র মেয়ে সাত বছরের বোসুধা।
- রাজ্য
- দঃ দিনাজপুর
- দুর্গা পূজা ২০২৪
- দেবী তুমি এবং নারী সুরক্ষা
- দেশ
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল