পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সপ্তমীর সন্ধ্যায় মন্ডপে মন্ডপে উপচে পড়লো প্রতিমা দর্শনার্থীদের ভিড়।
পুজো মণ্ডপ গুলি এবং রাস্তার ওপর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে কড়া নজরদারি প্রতিটি পূজা মন্ডপ সহ জাতীয় সড়ক। পাশাপাশি প্রশাসনের ড্রোনের মধ্য দিয়ে কড়া নজরদারি রাখা হয়েছে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে নজরদারি করেন। মেচেদার বিভিন্ন মন্ডপ গুলি পরিদর্শন করেন তিনি। পাশাপাশি যানবাহনের চলাচলের কোন ব্যাঘাত না ঘটে কেউ নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।