ফালাকাটার অন‍্যতম বিগ বাজেটের পুজো মসল্লাপট্টির পুজো, তাদের এবারের থিম ‘সমাহারে সমারোহ’।

0
480

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রতিটি পুজো তাঁক লাগানো। তারমধ্যে অন্যতম মসল্লাপট্টির সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। জেলার মধ্যে ফালাকাটার অন‍্যতম বিগ বাজেটের পুজো মসল্লাপট্টির পুজো। এবছর এই পুজোয় রয়েছে নতুনত্ব। তাদের এবারের থিম ‘সমাহারে সমারোহ’। পিতলের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পুজো মন্ডপ। এই প্যান্ডেলের ভেতরে দুটি দেবী দুর্গার মুখ মন্ডল রয়েছে, যা প্রায় দেড় লক্ষ বেলপাতা আকারে পিতল দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরের পরিবেশ আলো ও বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবী করে তোলা হয়েছে। এছাড়াও প্যান্ডেলের রয়েছে কয়েক হাজার মাটির প্রদীপ। প্যান্ডেলের ভেতর ২টি বড় হাতির মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি রাখা হয়েছে। এই পুজো মণ্ডপে উপচে পড়েছে দর্শণার্থীদের ভিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here