ফালাকাটার কলেজপাড়া স্পোটিং ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবছরের মতো এবছরেও কলেজ পাড়া স্পোটিং ক্লাবে দুর্গাপুজো মন্ডপ প্রাঙ্গনে ভিড় উপচে পড়েছে।

0
483

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – এলইডি লাইট ব্যবহার করে দুর্গা পুজোর মণ্ডপ সাজিয়ে তুলেছে ফালাকাটার কলেজপাড়া স্পোর্টিং ক্লাব। এবারে এটি বিশেষ আকর্ষণ এই পুজোর।পাশাপাশি মশারির নেট ব্যবহার করা হয়েছে এই পুজো মণ্ডপে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কলেজপাড়া স্পোটিং ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবছরের মতো এবছরেও কলেজ পাড়া স্পোটিং ক্লাবে দুর্গাপুজো মন্ডপ প্রাঙ্গনে ভিড় উপচে পড়েছে।ক্লাব প্রাঙ্গনে মূর্তি তৈরির কাজ হয়েছে। এবছর রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী গৌরঙ্গ কুইল্যা পুজোর মন্ডপ ও অলোকসজ্জার কাজ করছেন। এবারের তাদের থিমের নাম উৎসব। জানা গিয়েছে, মোট তিনটে প্রতিমা তৈরি হয়েছে।দুটি প্রতিমা রয়েছে পুজোর জন্য। আর একটি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রতিমা তৈরি হয়েছে। এই মণ্ডপে প্রবেশ করলে দেখা যায় আলোর খেলা।প্রায় ১০ হাজার এলইডি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে থিম। সন্ধ্যা নামার পর থেকেই ভিড় উপচে পড়ছে পুজো মন্ডপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here