পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শান্তিপুর সৃষ্টি দুর্গোৎসব ও কালচারাল সোসাইটির এই বছরের থিম “জীবন নদীর মাঝি”,যেখানে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জীবন প্রবাহ তুলে ধরা হয়েছে মন্ডপে থীমের মধ্য দিয়ে। মাঝ সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যায় মৎস্যজীবীদের জীবন জীবিকা তুলে ধরা হয়েছে এই দুর্গা মন্ডপের থিমের মধ্য দিয়ে। নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবী মানুষ তার পাশাপাশি মাঝ সমুদ্র বা নদী থেকে মাছ ধরে এনে মাছ বিক্রি করছে মৎস্যজীবীরা তাদের সেই জীবন প্রবাহ তুলে ধরা হয়েছে মাটির তৈরি বারোয়ারির মধ্য দিয়ে। একদিকে যেমন মাঝ সমুদ্রে নৌকার পাল তুলে মাছ ধরতে নৌকা বেয়ে চলেছে মৎস্যজীবীরা। মৎস্যজীবী যে কষ্টের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে তা বারোয়ারী থিমের মধ্য দিয়েই তা বোঝানোর চেষ্টা করছে এই সৃষ্টি কালচারাল একাডেমী। আর এই থিম এবং প্রতিমা দেখতেই অসংখ্য মানুষের ঢল নামলো মেছেদার এই পুজো মন্ডপে ।