নিজস্ব সংবাদদাতা, মালদা—শনিবার দশমীর পুণ্যতিথিতে দেবী বিদায়ের লগ্নে মন খারাপের মধ্যেও সিদুর খেলায় মাতলেন মালদা শহরের মহিলা পরিচালিত শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা। সকলের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নিয়ে চুটিয়ে বিদায় বেলার আনন্দে মাতোয়ারা হলেন পুজো কমিটির সভাপতি তথা স্থানীয় ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুন্ডু।
শনিবার দশমীর পুণ্যতিথিতে দেবী বিদায়ের লগ্নে মন খারাপের মধ্যেও সিদুর খেলায় মাতলেন মালদা শহরের মহিলা পরিচালিত শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা।

Leave a Reply