জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’-এর প্রতি সংহতি জানিয়ে আজ ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

0
139

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতাঃ- পুজো কার্নিভালের আবহে অনুষ্ঠিত হলো ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’। জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’-এর প্রতি সংহতি জানিয়ে আজ ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আরজি কর হাসপাতাল চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দুই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তবে এরই মধ্যে এই অপরাধের প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। পুজোর মাঝেও জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে। এই আবহে আজ পুজো কার্নিভালের দিনেই অনুষ্ঠিত হবে ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীকী কর্মবিরতি পালন করলেন ডাক্তাররেরা। সেই আন্দোললে শিক্ষক থেকে শুরু করে সমাজসেবী ও সাধারণ মানুষও সতস্ফূর্ত
যোগ দেন। এগরা সুপার স্পেলিটিতে কর্মরত ডাক্তার
দীপঙ্কর চট্টপাধ্যায় জানিয়েছেন, জুনিয়র ডাক্তারের ২২৮ ঘন্টা ধরে আন্দোলনে বসেছেন, অনসন করছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের আন্দোলন সুবিচার পাচ্ছে না। যারা আন্দোলন করছে তারা অমর ছেলের বয়সী, আজকে আমাদের বিবেকের দংশন হচ্ছে তাই বাধ্য হয়েছিল এই প্রতীকী অনশনে নামতে। এই আন্দোলন রাত ৯ টা অব্দি চলবে। তবে বিকাল ৫ টায় একটা দ্রোহের কার্নিভাল করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন রোগীদের যাতে অসুবিধা না হয় ইমার্জেন্সি সার্ভিস খোলা রয়েছে। তাই সবাই একসাথে বসতে পারছিনা। তবে আউটডোর সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পাশাপাশি তিনি বললেন সন্দীপ ঘোষের মতো কিছু ডাক্তারের নেতৃত্বে একটা সিন্ডিকেট রাজ চলছিল, রাজ্য স্বাস্থ্যব্যবস্থায় অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠেছে। পুরোনো সিরিঞ্জ, রক্তমাখা গ্লাভস ব্যবহার করা হচ্ছে, এর ফলে HIV ও হেপাটাইটিসের মতো মারণ রোগ হতে পারে, তাই এই আন্দোলন শুধু ডাক্তারদের নই, এই আন্দোলন আমজনতার তথা সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here