তমলুকের মহকুমার শাসকের দপ্তরের সামনে পুজো কার্নিভালের আয়োজন করা হয়।

0
293

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিসর্জনের বাদ‍্যি বাজলেও আগমনী হাওয়া জেলাজুড়ে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ‍্যোগে ইতিমধ্যে রাজ‍্যের প্রতিটি জেলা জুড়ে শুরু করা হয়েছে পুজো কার্নিভাল। সেই কার্নিভালে বিসর্জনের পরেও কার্যত উৎসবের রেশ। এইদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা প্রশাসনের তরফ থেকে পুজো কার্নিভালের আয়োজন করা হয়। সেখানেই উৎসবে মেতে ওঠেন জেলার মানুষ। এই দিন তমলুকের মহকুমার শাসকের দপ্তরের সামনে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয়। সেখানে জেলার মোট ১৯টি পুজো কমিটি অংশগ্রহণ করে। এদিনের কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, জেলা পুলিশ সুপার সৌম‍্যদ্বীপ ভট্টাচার্য্য, রাজ‍্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সৌমেন মহাপাত্র, অখিল গিরি, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই কার্নিভাল। বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত একাধিক পুজো অংশগ্রহণ করে এই কার্নিভালে। রাজ‍্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পীরাও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছৌ- নৃত্য পরিবেশন করেন। মহকুমা শাসকের দপ্তরের সামনে এদিন কার্নিভালের মাধ্যমে উৎসবের ছোঁয়া পেতে রাস্তার দুই ধারে মানুষের ভিড় ছিল বিশেষ চোখে পড়ার মতো। তমলুকের এই এলাকা থেকে অল্প দুরেই জেলা হাসপাতাল এবং একাধিক বেসরকারি হাসপাতাল অবস্থিত। তাই জেলা পুলিশের তরফ থেকে রাস্তার একদিক আপতকালিন পরিস্থিতির জন্য ফাকা রাখা হয়। এছাড়াও যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশের তরফ থেকে তমলুকের নিমতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাজ‍্য সড়কে বাস চলাচল বন্ধ রেখে জাতীয় সড়কে বাস ঘুরিয়ে দেওয়া হয়। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, “জেলার একাধিক পুজো এই কার্নিভালে অংশ নিয়েছে। আমি জেলার মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আমরা ১৯টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উচ্চতার কারনে পাঁশকুড়ার একটি পুজো কমিটি তাদের প্রতিমা আনতে পারেননি তবে কর্মকর্তারা শোভাযাত্রা করে অংশগ্রহন করেন। আমরা ভীষন খুশি প্রত্যেকেই অংশগ্রহন করায়”
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান,” পুজোর দিন গুলিতে যেভাবে জেলা জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রন করেছি তেমনি পুজো কার্নিভালেও একইভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি।কোথাও কোনো সমস্যা ঘটেনি। সকলেই আমাদের সাথে সহযোগিতা করায় পুজো সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় অংশগ্রহন কারি পুজো কমিটির নাম –
১. চিলড্রেনস পার্ক আমরা সবাই ক্লাব ও সুরস্কার আমরা সবাই ক্লাব, পাঁশকুড়া।

২. আমরা সবাই, শোলোপুকার, তমলুক।

৩. নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার

৪. আকুবপুর সবুজ কিশোর সংঘ, সুতাহাটা

৫. স্টীমার পল্লী ব্রাইট ফিউচার, তমলুক

৬. জিজ্ঞাসা ক্লাব দুর্গা পুজা কমিটি, কোলাঘাট।

৭. নারী প্রগতি, রেগুলেটেড মার্কেট, তমলুক

৮. কমেট ক্লাব, তমলুক

৯. মহিষাদল ইউথ কালচারাল অর্গানাইজেশন, মহিষাদল

১০. আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটি

১১. বালুরঘাটা সর্বজনীন দুর্গোৎসব কমিটি

১২. কসমিক যুব সংঘ, মধুসূদনবাড়

১৩. কুলবেড়িয়া ঐক্যতান দুর্গাপূজা কমিটি, তমলুক।

১৪. প্রগতিশীল পাঠাগার সংঘ

১৫. ডাঙ্গিসাই দক্ষিণ ময়না পুজো কমিটি

১৬. বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, হলদিয়া।

১৭. চণ্ডীপুর বিবেকানন্দ সংঘ অ্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি, চণ্ডীপুর

১৮. খঞ্চি মিলন বিথী ক্লাব,নন্দকুমার

১৯. মধুসূদনবাড় সংগ্রামী সাথী দুর্গাপূজা কমিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here