বিসর্জনের পরে নদী থেকে তুলে ফেলা হচ্ছে মূর্তির কাঠামো ও অন্যান্য সব কিছু।

0
188

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে বিসর্জন ঘাট পরিষ্কারে তৎপর প্রশাসন। নদীদূষণ ঠেকাতে তৎপর প্রশাসন। বিসর্জনের পরে নদী থেকে তুলে ফেলা হচ্ছে মূর্তির কাঠামো ও অন্যান্য কিছু। ফুল বেলপাতা ঘট সব কিছু আলাদা ভাবে নদীর পারে রাখার ব্যবস্থা করেছে আলিপুরদুয়ার পুরসভা। শহর লাগোয়া কালজানি, নোনাই ও ডিমা নদীতে প্রায় ১২টি বিসর্জন ঘাট হয়েছে। এই সব ঘাট গুলোতে হাইড্রোলিক যন্ত্রে বিসর্জনের ব্যবস্থা করেছে প্রশাসন। জেলার বিভিন্ন ঘাটে নদী ও পুকুর পরিষ্কারে প্রশাসনের বিশেষ নজর।

বাইট : বিপ্লব সরকার, মহকুমা শাসক, আলিপুরদুয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here