রাত পোহালেই মা লক্ষ্মীর আরাধনায় মাতবে বঙ্গবাসী, জোর কদমে চলছে লক্ষ্মীর পট তৈরির কাজ।

0
118

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- দীর্ঘ সময় ধরে বাংলার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর পটচিত্র। বাংলার অনেক বাড়িতেই এই পটচিত্র দিয়েই লক্ষী দেবীর আরাধনা করা হয়। আর লক্ষ্মী পুজোর আগে তা তৈরিতে মগ্ন হয়ে পড়েন শিল্পীরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার শিল্পীরা দীর্ঘ সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ বহু বছর ধরে মাটির সড়ার মধ্যে মা লক্ষ্মীর পটচিত্র এঁকে আসছেন তিনি।এই লক্ষ্মী পটের চাহিদা বাড়ে দুর্গা পুজোর পর থেকে।লক্ষ্মী পুজোর সময়ে লক্ষীর পটের চাহিদা অনেকটাই বেড়ে যায়।গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই মাটির সড়াগুলিকে বহু মানুষ তাঁদের ঘর সাজানোর জন্যও নিয়ে গিয়ে থাকেন। এই মাটির পটচিত্রগুলির পাইকারি মুল্য ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত হয়। রাত পোহালেই মা লক্ষ্মীর আরাধনায় মাতবে বঙ্গবাসী। তাই এখন জোর কদমে চলছে লক্ষ্মীর পট তৈরির কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here