চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা:—ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য মানিকচক গ্রামীণ হাসপাতালে।উত্তেজনা হাসপাতাল চত্বরে। মানিকচক থানার বড়বাগান দক্ষিণতরাবালি টোলার বাসিন্দা। ঘটনা সম্পর্কে জানা গেছে বুধবার ভোর নাগাদ সামান্য জ্বর নিয়ে গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সফিকুল। তারপরে কর্তব্য তুই চিকিৎসক চিকিৎসা করতেই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ চিকিৎসক ইছকৃতভাবে মেরে ফেলেছে।চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড। পুলিশের সামনেই হাসপাতাল চড়াও হওয়ার চেষ্টা মৃত রোগীর আত্মীয় পরিজনদের। চড়াও হতে না পেরে হাসপাতালে চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন। বুধবার সাত সকালে এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, মৃত রোগীর নাম সফিকুল ইসলাম, বয়স ৩৫ বছর। বাড়ি মানিকচকের বড়োবাগান তোড়াবারিটোলা এলাকায়। রোগীর পরিবারবর্গের অভিযোগ, বুধবার ভোররাতে সফিকুল ইসলামকে জ্বর নিয়ে ভরতি করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসার গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়। তাই তারা ঘটনায় অভিযুক্ত চিকিৎসক নিরুপম রায়ের শান্তি চান। এই বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভীক শংকর কুমারকে ধরা হলে তিনি বলেন, কীভাবে ওই রোগীর মৃত্যু হল তা তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here