বর্ণাশ্রম প্রকাশন সংস্থা-র বার্ষিক গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

0
587

সুখময় মণ্ডল, শিয়ালদহঃ- ২৭ সেপ্টেম্বর কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাশ্রম প্রকাশন সংস্থা-র বার্ষিক গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরেও বর্ণাশ্রম প্রকাশন সংস্থা তাদের গ্রন্থগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ,বিশিষ্ট অধ্যাপক,লেখক,গবেষক,সম্পাদক- ড. মহীতোষ গায়েন এবং বিশিষ্ট সাহিত্যিক ড. বীরেশ্বর মুখোপাধ্যায়। অনুষ্ঠানের মাঝে মাঝে স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন কবি।

প্রতি বছরের মতো এবছর রামমোহন রাধারানী স্মৃতি সাহিত্য পুরস্কার পান- ড. বীরেশ্বর মুখোপাধ্যায়,সুজিত ভট্টাচার্য ও গৌতম দত্ত।এছাড়া এবছর থেকে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় সম্মাননা পুরস্কার চালু হয়। দীর্ঘ বছর ধরে সাহিত্য চর্চার নিরালস প্রয়াসের স্বীকৃতি স্বরূপ প্রথম বছরেই পুরস্কার পেলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক ড. মহীতোষ গায়েন, কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, বিশিষ্ট শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার ও বিশ্বজিৎ দে।বিশেষ সম্মাননা দেওয়া হয় কবি, ঔপন্যাসিক সনৎ ভট্টাচার্য্যকে।অনুষ্ঠানে প্রকাশিত হয় বর্ণাশ্রম প্রকাশনার নিজস্ব প্রয়াস ড. মহীতোষ গায়েন ও বর্ণাশ্রমের কর্ণধার শুভজিত মুখোপাধ্যায় সম্পাদিত ৪৮ জন গবেষকের গবেষণা প্রবন্ধ সম্বলিত “পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ (চতুর্থ খণ্ড)”।
এছাড়া এদিন আরো যে ৩১টি গ্রন্থ প্রকাশিত হয় সেগুলি হলো: ‘পঞ্চদশে প্রত্যাবর্তন’ – প্রদীপ অধিকারীর,
‘A Handbook of Statistical Quality Control for Engineers’ – ড. বীরেশ্বর মুখোপাধ্যায়, ‘সহোদর’ – অভিজিৎ দে ও বিশ্বজিৎ দে, ‘মনোময় বিশ্ব’ – বিশ্বজিৎ দে, ‘চতুর্দ্দশপদী কবিতা সমগ্র’ – সনৎ ভট্টাচার্য্য, ‘কবিতার ডালি’ – সনৎ ভট্টাচার্য্য, ‘মহানগরী (ইংরাজি অনুবাদ)’ – সনৎ ভট্টাচার্য্য, ‘তীর্থভূমি ভারতের ইতিকথা (দ্বিতীয় খণ্ড)’ – গৌতম দত্ত, ‘আমৃত্যু ভিক্ষু’ – গোবিন্দ সরকার, ‘ছায়ানট’ – গৌরপদ রায় ,’রাত জাগা পাখি’ – গৌরপদ রায়, ‘রবীন্দ্র মতালোেকে ইংরাজি শিক্ষার পটভূমি’ – মহাদেব জাগাতি দাশগুপ্ত, ‘রাঢ়ের ইতিহাস ও সংস্কৃতি’ – ড. জয়ন্ত মণ্ডল, ‘জ্ঞানকোষ’ – কাবেরী সিংহ রায়, ‘ছড়ার ছন্দে মন আনন্দে’ – খুশী সরকার, ‘রবী-জসী-র নকশীকাঁথা’ – মৌসুমী দাস চাকলাদার(ড.মহীতোষ গায়েন সম্পাদিত)
‘ছোটদের ইতিকথা’ – মৌসুমী ডিংগাল, ‘কবিতার ভাণ্ডার’ – প্রশান্ত ঘোষ, ‘মন পাখি মেলে ডানা’ – অর্পিতা মিত্র চক্রবর্তী, “মা” – সম্পাদনায় – রাজীব দত্ত, ‘কিছু কথা ছিল’ – সাধন রায়, ‘না বলা কথা’ – সাধন রায়, ‘ঐতিহাসিক হুগলীর ঐতিহ্যের সন্ধানে’ – সৈকত বিশ্বাস, ‘গন্তব্য’ – সঙ্গীতা ব্যানার্জী, ‘Sir Rajen Sir Biren [The Architects of Burnpur] ‘ – শ্যামল হোম রায় ও ড. বীরেশ্বর মুখোপাধ্যায়, ‘১৬আনা গদ্য’ – সিদ্ধার্থ সিংহ,
‘মনের আকাশ’ – শুভ্রা দাস, ‘উজান স্রোতের সাথে’ – সুজিত ভট্টাচার্য,’অবিভক্ত নদীয়া জেলার লোকধর্ম ও লোক সংস্কৃতি (প্রথম খণ্ড)’ – সুপ্রিয়া সাহা, ‘ছন্দমালিকা’ – স্বপন কুমার রায়, ‘উপনিষদের আলোকে ত্রয়ী’ – কৃষ্ণা মুখোপাধ্যায়।
সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,এর পর তিলোত্তমার স্মৃতিতে শোক পালন করা হয়। পশ্চিমবঙ্গের ১৮টি জেলা থেকে প্রায় দেড় শতাধিক,কবি, সাহিত্যিক, গবেষক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here