তিনটি বিশালাকার ইউ কালেক্টর (UC) গাছ বেআইনিভাবে কাটার অভিযোগ তুলে সরব হল স্থানীয় বাসিন্দারা।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ৪নং বিনসিরা গ্রাম পঞ্চায়েতের জোতঘটক সংসদের নসিপুর এলাকায় রাস্তার পাশে থাকা তিনটি বিশালাকার ইউ কালেক্টর (UC) গাছ বেআইনিভাবে কাটার অভিযোগ তুলে সরব হল স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ। অবশেষে উদ্ধার করে গাছ হিলি থানায় নিয়ে যায় বলে সূত্রের খবর। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। তবে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, গাছ কাটার উপযুক্ত নথি না থাকা সত্ত্বেও জোরপূর্বক এই তিনটি মূল্যবান গাছ কাটা হচ্ছে। এ বিষয়ে বিজেপি মন্ডল সভাপতি জয়ন্ত মহন্ত জানান, উপযুক্ত গাছ কাটার নথি না থাকায় গ্রামবাসীরা প্রতিবাদ করে।
ফরেস্ট রেঞ্জার আশু কর্মকার জানান বিষয়টি খতিয়ে রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।বিনসিরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা জোতঘটকের জনপ্রতিনিধি পার্থ লাহা জানান, ঘটনার কথা আমার জানা নেই।পুরো ঘটনার উপর কড়া নজর আছে হিলি থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here