রাজ্যের বিভিন্ন দুর্গাপুজোর মন্ডপে জিহাদি আক্রমণের অভিযোগ তুলে খাতড়া সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল।

0
95

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজ্যের বিভিন্ন দুর্গাপুজোর মন্ডপে জিহাদি আক্রমণের অভিযোগ তুলে ও তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তার উপর টায়ার জ্বেলে পথসভা হলো খাতড়ায়। খাতড়া সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে খাতড়ার করালীর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পাম্পের মোড়ে গিয়ে রাস্তার ওপর টায়ার জ্বেলে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করা হয়। পরে ফের করালীর মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। খাতড়া সনাতনী ঐক্যমঞ্চের অভিযোগ, ফালাকাটা, গার্ডনরীচ, কৃষ্ণনগর, হাওড়ার শ্যামপুর সহ রাজ্যের আরও বিভিন্ন পুজো জেহাদি আক্রমণ, পুজোতে বাধা, রানাঘাটে রাজ্য সরকারের পক্ষ থেকে ১২০ ফুটের দুর্গাপুজো করতে না দেওয়া, অন্যায়ভাবে প্রতিমা নিরঞ্জন এই সমস্ত ঘটনার ফলে সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তার প্রতিবাদে এদিনের বিক্ষোভ মিছিল ও পথসভা। পাশাপাশি এদিন ঐক্য মঞ্চ দাবি করে, তারা যেমন অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল সেইরকম সনাতনী ধর্মকে যাতে আক্রমণ না করা হয় এবং ওইসব ঘটনায় জড়িতদের সরকার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তার‌ও দাবি জানান ঐক্যমঞ্চের সদস্যেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here