পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উমা গেল, লক্ষ্মী এলো, বৃহস্পতিবার ছিলো কোজাগরী লক্ষ্মী পুজো, বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। কয়েক ঘণ্টা পরের পূজিত হবে ধন লক্ষ্মী দেবী। এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে সর্বত্রই, সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের উত্তর সাউতান চকে মিদ্যা পরিবারেও প্রস্তুতি চলছে জোর কদমে। তাদের এই পুজো এ বছর ২৬ বছরে পদার্পণের করল মিদ্যা পরিবারের এবছরের মন্ডপের ভাবনা “এবার পুজোয় দু কোটি”। মিদ্দা পরিবারের এক সদস্য জানিয়েছেন প্রতি বছর মেলায় আগত মানুষদের মধ্যে আকর্ষণ করে তোলার চেষ্টা করে থাকি। ধনসম্পদের দেবী লক্ষ্মী, তাই টাকা, সোনা, মোহর, মুক্তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ। শিশুদের খেলনা টাকা দিয়ে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে।