বামন গোলা ব্লকের পাকুহাট ডিগ্রী কলেজে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে আজ বামনগোলা আইসি হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।

0
242

নিজস্ব সংবাদদাতা, মালদা—রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি,লাগাতার নারী নির্যাতন ধর্ষণ ও খুনের প্রতিবাদে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আহবানে আজ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন হয়।এদিন বামনগোলা থানার,, বামনগোলা বাস স্ট্যান্ড থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকাড ও ফেস্টুন নিয়ে,, র‍্যালি করে বামনগোলা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকরা।কংগ্রেসের সদস্য জয়ন্ত সারকার বলেন– আরজিকার সহ বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে নারী নির্যাতন সহ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে চলেছে তারই প্রতিবাদে রাজ্যজুড়ে থানা কেরা কর্মসূচি চলছে এছাড়াও বামন গোলা ব্লকের পাকুহাট ডিগ্রী কলেজে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে আজ বামনগোলা আইসি হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here