বালুরঘাট স্টেডিয়ামের সামনে আতসবাজি পুড়িয়ে উচ্ছাস ক্রীড়া প্রেমীদের, জেলা শাসকের পদক্ষেপে উচ্ছ্বসিত জেলার ক্রীড়া মহল।

0
150

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – দীপাবলির আগে অকাল দীপাবলি বালুরঘাটে! দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা বিষয়ে জেলা শাসকের হস্তক্ষেপের খবর বালুরঘাটে চাউড় হতেই বালুরঘাট স্টেডিয়ামের সামনে আতসবাজি পুড়িয়ে উচ্ছাস ক্রীড়া প্রেমীদের। জেলা শাসকের পদক্ষেপে উচ্ছ্বসিত জেলার ক্রীড়া মহল। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র বিরুদ্ধে চক্রান্ত চালানো, স্বজনপোষণ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছিল জেলার একাধিক ক্রীড়া প্রতিষ্ঠান, একাধিক প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া প্রেমী মানুষদের। শুধু সরব হওয়ায় নয়, বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে পোস্টার ফেলে ক্ষোভ উগড়াতেও দেখা গিয়েছিল একাধিক ক্রীড়া প্রতিষ্ঠান থেকে শুরু করে একাধিক খেলোয়াড়কে। সর্বত্র উঠছিল জেলা শাসকের হস্তক্ষেপ ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবী। এরই মাঝে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল-এ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে এক ব্যক্তির নাম খোদ জেলা শাসক পাঠিয়েছেন এমন খবর দক্ষিণ দিনাজপুর জেলায় চাউড় হতেই আনন্দ- উচ্ছাসে ফেটে পড়েন ক্রীড়া প্রেমীরা। শনিবার রাত্রিতেই বালুরঘাট স্টেডিয়ামের গেটের সামনে তারা আতসবাজি পুড়িয়ে উচ্ছাস প্রকাশ করেন। একের পর এক তুবড়ি, চরকি ও রঙ বাজি তারা ফাটিয়ে কার্যত আন্দোলনের জয়ের শুভারম্ভ হিসাবে উল্লাসে মাতেন। ক্রীড়া প্রেমীদের বক্তব্য, দক্ষিণ দিনাজপুর জেলার খেলাধুলার সুষ্ঠ পরিবেশ ফিরে পেতে তারা জেলা শাসকের হস্তক্ষেপ প্রার্থনা করেছিলেন। তাদের বক্তব্য জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে নাম পাঠানোর ঘটনাকে তারা সাধুবাদ জানিয়েছেন। ক্রীড়া প্রেমীদের এও বক্তব্য তারা আশা করছেন জেলা শাসকের হস্তক্ষেপে দক্ষিণ দিনাজপুর জেলায় খেলাধুলার সুদিন ফিরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here