হবিবপুর ব্লকের মোট ১০৫টি ক্লাব ও পুজো কমিটিকে সারদ সন্মান দেওয়া হয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

0
49

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,,মালদা জেলা তৃণমূলের সহযোগিতায় এবং হবিবপুর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় বিজয়া সম্মেলনী ও সম্মানীয় ব্যক্তিগণকে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল রবিবার হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। উল্লেখ্য দূর্গা পূজা শেষ হতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান। সেই পরিপ্রেক্ষিতে রবিবার জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়,,শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী ও সম্মানীয় ব্যক্তিবর্গদের সম্মান জ্ঞান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিন প্রথমে বিশিষ্ট ব্যক্তিবর্গদের ফুলের তোরা উত্তরীয় পড়ে সম্বর্ধনা মধ্যে দিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্জল এর মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানের।এই অনুষ্ঠানে হবিবপুর ব্লকের মোট ১০৫টি ক্লাব ও পুজো কমিটিকে সারদ সন্মান দেওয়া হয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।এ বিষয়ে মন্ত্রী বিবাহ হাঁসদা বলেন ধর্ম নির্বিশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা থেকে ব্লক বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনে।মুখ্যমন্ত্রী মানুষের পাশে সবসময় থাকেন এবং মানুষের হয়ে কাজ করেন।এদিন উপস্থিত ছিলেন,বীরবাহা হাঁসদা প্রতিমন্ত্রী,সেচ ও জলপথ, উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী, সহ ব্লক সভাপতি কিষ্টু মুর্মু, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কিস্টু মুর্মু, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন এদিন প্রথমেই হবিবপুর ব্লকের নেতাকর্মী সহ সাধারণ মানুষজনকে বিজয়ার শুভেচ্ছা জানান। এরপর হবিবপুর ব্লকের ১০৫টি পুজো কমিটির হাতে শারদ সম্মান তুলে দেন। সেই সঙ্গে দলের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here