উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিনহাবাবু: কর্মীদের মধ্যে উচ্ছ্বাস।

0
11

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ফাল্গুনী সিনহাবাবু, যিনি এলাকার এক সুপরিচিত ভূমিপুত্র। ফাল্গুনী সিনহাবাবু সারেঙ্গার গড়গড়্যা সুভাষ হাইস্কুলের একজন শিক্ষক এবং বর্তমানে সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর এই প্রার্থীতার ফলে এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে।

ফাল্গুনী সিনহাবাবু দলের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে, এই সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং দলের নির্দেশ মেনেই কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তালডাংরা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যাপারে দলের অনেকেই আশাবাদী, এবং ফাল্গুনীরও আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। প্রতিপক্ষকে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিপক্ষ আছে বলেই আমি কাওকে মনে করি না, জিতেই গেছি।”

এলাকার দলীয় কর্মীদের বিশ্বাস, ফাল্গুনীর মতো একজন স্বচ্ছ ও কর্মঠ ব্যক্তিত্বকে প্রার্থী হিসেবে পাওয়া দলের জন্য একটি বড় সুবিধা। এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর সংযোগ ও জনপ্রিয়তা ফাল্গুনীর পক্ষে একটি বড় হাতিয়ার হতে পারে। এছাড়া শিক্ষাগত পেশা থেকে উঠে আসা প্রার্থী হিসেবে ফাল্গুনী সাধারণ মানুষের সমস্যাগুলিকে কাছ থেকে দেখেছেন এবং বোঝেন। তাঁর এই অভিজ্ঞতা নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব পাবে বলে দলের কর্মীরা মনে করছেন।

তৃণমূলের নেতৃবৃন্দও এই নির্বাচনে জয় নিয়ে আশাবাদী। তারা বিশ্বাস করেন, ফাল্গুনীর মতো প্রার্থী দলের জন্য একটি শক্তিশালী অস্ত্র হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here