খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে নির্মীয়মান আদিত্য বিড়লা গ্রুপের পেইন্টস কারখানার গেটে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ।

0
155

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে নির্মীয়মান আদিত্য বিড়লা গ্রুপের পেইন্টস কারখানার গেটে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান কাজের দাবিতে। তাদের বক্তব্য, ২০০৮ সালে শিল্পের জন্য খড়গপুর দু নম্বর ব্লকের বড়াডিহা ও ঘোলঘেরিয়া গ্রামের বাসিন্দাদের জমি নেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্য সরকার জমি নেওয়ার বদলে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর আদিত্য বিড়লা এখানে রং তৈরির কারখানা তৈরি করছে । কিন্তু জমিহারা গ্রামবাসীরা হাতে কোন কাজ পাননি। তাদের দাবি, কারখানায় জমিহারা পরিবারদের স্থায়ী কাজ দিতে হবে। এছাড়াও কারখানা তৈরির ফলে বড়াডিহা গ্রামের জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে । এদিকেও কারখানা কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here