রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

0
24

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের খাসপুরে বিজয়া সম্মেলনীতে যোগ দিতে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। খাসপুর হাইস্কুলে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলনীতে স্নেহাশীষ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অম্বরীশ সরকার, মেকেনটাস বার্ন এর চেয়ারম্যান তথা জেলার প্রাক্তন সভাপতি শংকর চক্রবর্তী সহ বালুরঘাট ব্লকের অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বেশ কিছু শহরে টোটো চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে। তবে গরীব টোটো চালকদের কথা ভেবে, এখনোই রেজিস্ট্রেশন বিহীন টোটো বাতিল করা হচ্ছে না। ধীরে ধীরে রেজিস্ট্রেশন ও পারমিটের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থায় আনা হবে, যাতে টোটো চালক ও জনগন উভয়েই লাভবান হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here