সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে কড়া ভাষায় নিশানা করে দিলীপ ঘোষ।

0
15

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন,সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে লড়াই করছেন জেলা বিজেপির উন্নত মম নেতা শুভজিৎ রায়, ওরফে বান্টি, বুধবার ছিল মনোনয়ন জমা,এইদিন তিথি মেনে দিলীপ ঘোষকে পাশে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তার আগে বটতলা চক কালী মন্দিরে পুজো দেন শুভজিৎ।মনোনয়নের আগে মেদিনীপুরে রেলি বিজেপি নেতৃত্বের। বুধবার মেদিনীপুর শহরের বটতলা থেকে কালেক্টরেট মোর পর্যন্ত মিছিল করে বিজেপি নেতৃত্ব। মিছিলে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমেন্দু অধিকারী সহ জেলা বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে কালেক্টরেট মোরে শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মালা দেন বিজেপি নেতৃত্ব। এদিনই পঞ্জিকা মেনে বেলা ৩.৪৬ মিনিট নাগাদ মনোনয়ন জমা দেবে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে কড়া ভাষায় নিশানা করে দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে ইডি হানা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বিজেপির মিছিল কে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিলীপ ঘোষ বলেন, জেলা পুরনো দিনের কর্মী শুভজিৎ রায় ওরফে বান্টি। তাকে দল প্রার্থী করেছে। জিতি বা হারি লড়াই হবে এখানে। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়বে এই নির্বাচনে। তাছাড়া মেদিনীপুর পৌরসভা অপশাসন যে চলছে তাও তুলে ধরা হবে মানুষের কাছে। তৃণমূলের নেতারা পয়সা খাচ্ছে তাও তুলে ধরবো নির্বাচনী প্রচারে গিয়ে। গত লোকসভা নির্বাচনে টাউনে আমরা এগিয়ে রয়েছে গ্রামে পিছিয়ে রয়েছি তাই গ্রামের দিকে আমাদের বেশি নজর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here