পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উড়িষ্যার উপকূলবর্তী এলাকাসহ এই রাজ্যের মাঝপদ দিয়ে বইতে পারে ঘূর্ণিঝড় “দানা”, ইতিমধ্যেই দানা’র প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, বুধবার থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত, ক্রমশ উত্তাল হতে শুরু করেছে সমুদ্র, এই মত অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার দীঘা,মন্দারমনি, তাজপুর সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, কয়েক হাজার মানুষ কি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি মাইকিং এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তারা যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়, পাশাপাশি সমুদ্র সৈকত দীঘা,মন্দারমনি, তাজপুর সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটনদের বাড়ি ফিরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, বুধবার সমুদ্রসৈকত দীঘা এলাকায় ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, এদিন গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি দীঘা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সঙ্গে কথা বলছেন তিনি, এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আগত পর্যটকদের বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে এবং যে সমস্ত পর্যটক এখনো পর্যন্ত রয়েছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যাতে আজকের মধ্যে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, অন্যদিকে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে।