রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা।

0
105

নিজস্ব সংবাদদাতা, মালদা—বৃহস্পতিবার সাত সকালেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা। উত্তপ্ত হয়ে উঠল এলাকার পরিবেশ-পরিস্থিতি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর। যার জেরে দুপক্ষই একে, অপরকে লক্ষ্য করে বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি করে বলে অভিযোগ। ঘটনার জেরে ছয় তৃণমূল কর্মী আহত হয়েছে বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেরার করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী রামপুর এলাকায় ছুটে যায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শুরু করে ধরপাকড় অভিযান। সেই অভিযানে দুপক্ষের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। বর্তমানে এলাকার পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। তাই এলাকায় মোতায়েন রয়েছে রতুয়া থানার পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here