বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হাসপাতালে হু হু করে বাড়ছে মেডিক্যাল রেপ্রেস্টেটিভ দের দাপাদাপি। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারংবার মেডিক্যাল রিপ্রেস্টেটিভ দের আনাগোনা।সরকারি সদর হাসপাতাল জুড়ে ঠিক এমনই ছবি ধরা পড়ছে ক্যামেরায়। ক্যামেরায় ঠিক এমনি ছবি ধরা পড়েছে। সূত্র মারফত জানাজায় দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের বহির বিভাগে প্রতি দিন মেডিক্যাল রিপ্রস্টেটিভ দের আনাগোনা বাড়ছে পাশাপাশি বহির বিভাগে রুগী দেখা কালীন কর্তব্যরত চিকিৎসক দের কাছে মেডিক্যাল রিপ্রাস্টেটিভরা তাদের ওষুধের স্যাম্পল কপি দেখাচ্ছেন পাশাপাশি ওষুধ লিখবার জন্য অনুরোধ করছেন। এর আগেও জেলা হাসপাতালে ঠিক এমনই ছবি ধরা পড়েছিল। সংবিধানের চুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ধারা তা সামনে আছে কিন্তু ঠিক কিছু মাস বন্ধ থাকলেও আবারো পুনরায় একই চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তারা দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হসপিটালের বহির্বিভাগে এসে ডাক্তারদের সাথে আর তাদের ওষুধের স্যাম্পেল কপি দেখাচ্ছে এর ছেড়ে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এদিন এই ঘটনার ছেড়ে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হসপিটাল সুপারিনটেনডেন্ট ডক্টর কৃষ্ণেন্দু বিকাশ বাগের কাছে যাই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “এমনটা তার জানানেই , বিষয়টি নজরে এসেছে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগে বারণ করে দেওয়া হয়েছিল কিন্তু তার পরেও আবারো আনা গোনা বাড়ছে , বিষয়টি দেখা হচ্ছে”