পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা না করে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বঙ্গীয় পরিষদ সোসাইটির উদ্যোগে গোয়ালতোড়ে একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ৫২ জন রক্তলতা রক্তদান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য সহ এলাকার বিভিন্ন সমাজ সেবীরা, প্রসঙ্গত গত দুই দিন ধরে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টিপাত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার না হলেও একাধিক মাটির বাড়ি ও ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।