দানা’র অতিবৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া জমির ধান শুয়ে পড়েছে জমিতে, ব্যাপক ক্ষতির মুখে চাষিরা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  যদিও প্রকৃতির উপর কারো হাত নেই তবুও এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ক্ষতির মুখে চাষী মহল। জমিতে এই মুহূর্তে আমন ধান সবে মাত্র ফলেছে বা কোথাও ফলে গেছে আবার তাও ববা সামান্য পাক ধরেছে থানে এমত অবস্থায় দানা’র অতিবৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া জমির ধান শুয়ে পড়েছে জমিতে, ব্যাপক ক্ষতির মুখে চাষিরা, তারা বুঝে ওঠতে পারছে না এই ধান কিভাবে বাড়িতে আনবে, আর আদেও পারবে কিনা সেই বিষয়েও যথেষ্ট সন্দিহান চাষিরা।

জলমগ্ন চাষের জমিতে ধান ভাসছে জলের উপর, এই ধান ভালো থাকবে কিনা এটা বিশ্বাস চাষীদের হচ্ছে না। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে যদিও এই একই চিত্র তবু বিশেষ করে কিছু কিছু এলাকা একেবারেই জলের তলায় আর এরকম চিত্র উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা এলাকায়।
বিভিন্ন জায়গায় ধান জমিতে এক হাঁটু জল। দুই দিন ধরে অনবরত বৃষ্টির ফলে হাজার হাজার চাষের জমি জলের তলায় চলে গেছে। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। তাতেই কপালে হাত কৃষকদের।

করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুররানী পুষ্করীনী, পাহাড়পুর সহ এলাকার কৃষি জমিতে থাকা ধান গাছ একেবারে নুইয়ে পড়েছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তান্ডবে।
কৃষকরাও এই বৃষ্টিতে ভিজে মাঠে নেমে পরেছেন কিছুটা হলেও সামাল দেওয়ার জন্য। এমত অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা ও ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা উপকার হবে চাষী মহলের এবং সেই ব্যাপারে আশায় বুক বাঁধছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *