জুতা পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে, অভিভাবকরা সমবেত হয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

0
51

নিজস্ব সংবাদদাতা, হিলি, ২৬ অক্টোবর: – ছাত্রীকে দিয়ে জুতা পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ওই ঘটনায় শনিবার সকালে লস্করপুর প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করে ক্ষোভ ফেটে পড়ল অভিভাবকরা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যালয় পরিদর্শক করণের প্রতিনিধি, পুলিশ ও পঞ্চায়েত সদস্য। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দাবি করে সুব্যবস্থার আবেদন করে বিক্ষোভকারীরা। ঘটনাটি নিয়ে পদক্ষেপ করা হবে আশ্বাস দেন আধিকারিকেরা।

শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার জুতায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী পা মারায়। ঘটনায় ওই ছাত্রীকে দিয়ে শিক্ষিকা জুতা পরিষ্কার করিয়ে নেন। তারপরেই ওই ঘটনা অভিভাবকদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। শনিবার সকালে স্কুল শুরু হতেই অভিভাবকরা সমবেত হয়ে ওই স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনায় ওই শিক্ষিকার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় অভিভাবকরা। এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছায় হিলি থানার পুলিশ ও হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা। প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুলের পঠনপাঠন শুরু হয়। অভিভাবকসা ওই ঘটনা ও স্কুলের সুব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here