শিক্ষক তথা কবি মাননীয় উদয় পদ বর্মন মহাশয়ের মানবিক রূপ।

0
224

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবারের ন্যায় এবারও ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় – এর শিক্ষক তথা কবি মাননীয় উদয় পদ বর্মন মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে নিজ মুদ্রিত কাব্যগ্রন্থের বিক্রিত অর্থে নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রমের কর্ণধার রঞ্জিত বাবুর চাহিদার সামঞ্জস্যতা রেখে আশ্রমের দুঃস্থ শিশুদের জন্য কিছুদিনের শুকনো খাবার তার হাতে তুলে দিলেন। এছাড়াও শিশুদের হাতে রুটি,মিষ্টি,লাড্ডু,কিছু ফল,ফ্রুটি ইত্যাদি তুলে দেন উদয় বাবু। এবারের অনুষ্ঠানটি তিনি সম্পন্ন করেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের “নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রম”-এর শিশুদের নিয়ে।

আশ্রমের প্রতিষ্ঠাতা এবং একনিষ্ঠ কর্ণধার মাননীয় শ্রী রঞ্জিত কুমার দত্ত মহাশয়ের উপস্থিতিতে এবং বেশ কয়েকজন শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে উদয় বাবু আজ এই কর্মযজ্ঞ সম্পন্ন করেন। এবং বেশ কিছুক্ষণ সময় সেই আশ্রমিক পরিবারের সঙ্গে কাটিয়ে আসেন।

আশ্রম থেকে বেরিয়ে আসবার সময় উদয় বাবু বিনীত ভাবে সরকারের নিকট আবেদন রাখেন, এই সমস্ত অনাথ আশ্রম গুলোকে যদি কিছু সরকারি অনুদান প্রদান করা হয়, তবে বিশেষভাবে এই অনাথ আশ্রম গুলো উপকৃত হবে। তৎসহ যে সকল সুহৃদ ও শুভাকাঙ্খীরা কবির গ্রন্থদ্বয় ক্রয় করে আজকের এই ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণ্ডিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।
________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here