১০৮ তম বর্ষে পড়ল ঐতিহ্যবাহী হ্যামিল্টনগঞ্জের কালী পুজো।

0
334

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ইউরোপীয় সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী পুজো হল হ্যামিল্টনগঞ্জের কালী পুজো। এই কালী পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করে ইউরোপিয়ন সাহেবরা। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। এবছর এই পুজোর ১০৮ তম বর্ষ। পুজো কমিটির তরফে জানা গিয়েছে, প্রথমে একটি কাঠের তৈরি মন্দিরে মাটির প্রতিমা এনে পুজো হত। স্বাধীনতার পর স্থানীয় মানুষেরা প্রতি বছর এই পুজো করে আসছেন।পরবর্তীতে আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির করা হয়। কালী পুজোর দিনে আলিপুরদুয়ার জেলা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে দর্শনার্থীরা মন্দিরে পুজো দিতে আসেন।পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, তরাই ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থীরা কালী পুজোর সময় মন্দিরে আসেন।পুণ‍্যার্থীদের বিশ্বাস এই মন্দিরে তাদের মনোকামনা পূরণ হয়। অন্যদিকে, এই কালী পুজোকে কেন্দ্র করে হ্যামিল্টনগঞ্জের একাধিক এলাকা জুড়ে আয়জন করা হয় বিশাল মেলারও। এবছর ১১ দিন ব্যাপী এই মেলা চলবে বলে মেলা কমিটির তরফে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here