সেচ দপ্তরের উদ্যোগে বাঁধ বাঁধা হলেও সেটি আবার ভেঙে গিয়েছে।

0
217

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একমাস আগে বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের হিরোধরপুর সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে যায় শিলাবতী নদীর বাঁধ।বাঁধের গুরুত্ব বুঝে তড়িঘড়ি সেচ দপ্তরের উদ্যোগে মেরামতের কাজ শুরু হলেও, দানার প্রভাবে বেঁধে দেওয়া বাঁধ ফের ভেঙে প্লাবিত একাধিক এলাকা। আর এই বাঁধভাঙ্গা নিয়ে, প্রশাসনের উদাসীনতারই অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। চন্দ্রকোনার ক্ষীরপাই মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি সবুজ মজুমদার এমনই অভিযোগ করলেন।
বাঁধ ভাঙ্গার কথা স্বীকার করেছেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সেচ কর্মাধ্যক্ষ মহাদেব মল্লিক( ব্লক তৃণমূলের সভাপতি) তিনি বলেন সেচ দপ্তরের উদ্যোগে বাঁধ বাঁধা হলেও সেটি আবার ভেঙে গিয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জাতে দ্রুত বাঁধ ভালোভাবে মেরামত করা হয়। তবে হিরোদরপুর ও চন্দ্রকোনার ভবানীপুরে নদীর বাঁধভাঙ্গা নিয়ে ক্ষুদ্ধ এলাকার মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here