নিজস্ব সংবাদদাতা, মালদা—গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির তরফে মানিকচক ব্লক দপ্তরে ছয়দফা দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি। মঙ্গলবার দুপুর নাগাদ গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা ব্লক অফিসের সামনে র্যারি করে আসেন সেখানে জমায়েত হয় গঙ্গা ভাঙ্গন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ব্লক অফিসের সামনে কড়া পুলিশি নিরাপত্তায় ঘেরে রাখা হয়। বিক্ষোভ শেষ ডেপুটেশন দেওয়া হয়। মূলত গঙ্গা ভাঙ্গন পিড়ীত মানুষদের পূর্ণবাসন এবং ক্ষতিপূরণের দাবি, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ, গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান সহ একাধিক দাবিতে সোচ্চার হন গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোসারেকুল আনোয়ার, তারিকুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন নদী ভাঙ্গন অ্যাকশন কমিটির সদস্যরা।