নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- বালুরঘাট থেকে মালদা গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক আটকে কালী পূজার চাঁদার জুলুমবাজি।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে চৌপথি মোড়ের পুলিশ চেকপোষ্টের ঢিল ছড়া দূরত্বে জুলুমবাজি চলতে থাকলেও নির্বিকার প্রশাসন। ঘটনার খবর পেয়ে সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছাতেই, ক্যামেরা দেখে সাংবাদিককে হুমকি।
চৌপথি মোড়ের পুলিশ চেকপোষ্টের ঢিল ছড়া দূরত্বে জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজি চলতে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন। এমন ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনিক ভূমিকা।
জানা গেছে শহরের বুকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাব জুলুমবাজি চালিয়ে গেলেও প্রশাসনের কোনোরকম ব্যবস্থা দেখা যায়নি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন চাইছেন অবিলম্বে বেআইনি চাঁদার জুলুমবাজি বন্ধ রুখতে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক।
মালদা গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক আটকে কালী পূজার চাঁদার জুলুমবাজি।












Leave a Reply