ঝলঝলিয়া যুবক বৃন্দর কালী পূজা উদ্বোধনে মুম্বাই থেকে মালদায় এলেন হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেত্রী মীনাক্ষী।

0
245

নিজস্ব সংবাদদাতা, মালদা :- মালদা শহরের ঝলঝলিয়া যুবক বৃন্দর কালী পূজা উদ্বোধনে মুম্বাই থেকে মালদায় এলেন হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেত্রী মীনাক্ষী। বুধবার সন্ধ্যায় ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে যুবকবৃন্দের ৬১তম কালীপুজোর উদ্বোধন করেন। তিনি ছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ক্লাব সভাপতি বাবলা সরকার। এবারে তাদের বিশেষ থিম লাল মাটির দেশ। বৌদ্ধমন্দিরের আদলে মন্ডপ তৈরি হয়। মালদা জেলার সবচেয়ে বিগ বাজেটের কালীপুজোর মধ্যে এই যুবক বৃন্দের কালীপুজো। মাটির হাড়ি কলসি প্রদীপ দিয়ে তৈরি করা হয়েছে এই পূজো মন্ডপ। এই পূজা মন্ডপ উদ্বোধনে এসে অভিনেত্রী মীনাক্ষী মালদার আমের কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গের পুজোর সুনাম করেন। মঞ্চে তিনি নিজে গলায় হিন্দি গানের পাশাপাশি বাংলা গান করে শোনান দর্শকদের। তিনি জানান, এবার যুবকবৃন্দের ৬১তম কালীপুজো তার পাশাপাশি তারও ৬১ তম জন্মদিন তাই তিনি এই পুজো উদ্বোধনে অত্যন্ত খুশি। তাকে আমন্ত্রণ করার জন্য ক্লাবের সভাপতি বাবলা সরকার সহ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here