পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা-পাঁশকুড়া রেললাইনের ওপর দিয়ে বাড়ি ফেরার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয় দুজনের, গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশন লাগোয়া কিছুটা দূরে এমন দুর্ঘটনা ঘটে। তিনজন’ই ফল বিক্রেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পাঁশকুড়া থেকে ফল নিয়ে হলদিয়ায় ব্যবসা সেরে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে নেমে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন, রাস্তার উপর জল থাকার কারণে রেললাইন ধরেই ফেরার পথে এমন দুর্ঘটনায় মৃত্যু হয়। পাশাপাশি জয়দেব সাতরা নামে আরেক ফল ব্যবসায়ীর মৃত্যু হলদিয়া লোকাল ট্রেনের ধাক্কায়।
স্থানীয় মানুষের জানান ওই ট্রেনের ধাক্কায় মোট তিনজনের মৃত্যু হয়।