নিজস্ব সংবাদদাতা, মালদা—উত্তরবঙ্গের বৃহত্তম কালীপুজো মানে বুলবুলচন্ডী কালী।এই কালীর উচ্চতা প্রায় ৪২ ফুট।এই বুলবুলচন্ডী কালীপুজোকে ঘিরে উৎসবের আবহে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে।আজ থেকে পুজো শুরু হতে চলেছে আগামীকাল থেকে ১৩ দিন ধরে চলে মেলা। প্রতিবারের মতো এবছরও পুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে সাজো সাজো রব সন্ধ্যা হতেই পুজো শুরু হবে এই মা কালর।
মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোগুলোর মধ্যে একটি বুলবুলচণ্ডী বাজার সর্ববজনীন কালীপুজো। জেলার মধ্যে তো বটেই সারা উত্তরবঙ্গের মধ্যে এত বড় কালীপ্রতিমা খুব কম হয়। বিশালাকার এই কালী দক্ষিণাকালী নামেই পরিচিত। স্থানীয়দের কথায় বুলবুলচণ্ডীর পাঁচজন যুবক এই কালীপুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই ধুমধাম করে এই পুজো হয়ে আসছে। এই পুজো এখন সর্ববজনীন। পুজোর পর থেকেই তারা সিদ্ধান্ত নেন প্রতি বছর দেবী প্রতিমার উচ্চতা এক হাত করে বাড়তে বাড়তে এখন উচ্চতা ৪২ ফুট এসে দাঁড়িয়েছে।
পুজো কমিটির কথায়, তাদের ৪২ ফুটের প্রতিমা এখন পূজিত হয়। প্রতিমা তৈরিতে লাগে প্রায় ২০০টি বাঁশ,খড়, পেরেক,সুতলি মাটি লাগে । পুজোমণ্ডপ সাজানো হয়েছে আলোকসজ্জায়। পাশাপাশি পুজো উপলক্ষ্যে মেলা চলবে ১৩ দিন। দূরদূরান্তে থাকা ভক্তরা আসেন।’এবং ১৩ দিন পরে নিয়ম নিষ্ঠার সাথে কোন চাকা ছাড়াই ৪২ ফুট এই মা কালীকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে নিরঞ্জন করা হয় এই মা কালী কে।