নিজস্ব সংবাদদাতা, মালদা:—-দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরা মেনে আজও মা কালীর বিসর্জন করা হয় কালী পুজোর পরের দিন সন্ধ্যায় । এমনই ঘটনা সাক্ষী রয়েছে মালদহের হবিবপুর ব্লকের আইহো এলাকার বাবুপাড়া,খোসবাসপাড়া সহ বিভিন্ন এলাকার সকলক কালী মায়ের মূর্তি বিসর্জনের জন্য নিয়ে আসা হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চিনুর মাঠে। সেখানে প্রায় ১০ থেকে ১২ টি কালী মূর্তি একসাথে মাঠে নিয়ে এসে পর পর সাজিয়ে রাখা হয় বামা কালী, মল্লিকবাড়ি কালী, রক্ষাকালী, নীলা কালী,সহ বিভিন্ন মা কালীর মূর্তি মিলন করানো হয়।ঢাক ঢোল বাজে ফাটিয়ে প্রথমে বিসর্জন করা হবে রক্ষাকালী তারপর একাই কে বিভিন্ন কালী বিসর্জন করা হয় সবশেষে বামা কালী বিসর্জন দেওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তে টাঙ্গন ও মহানন্দার মিলনস্থলে,সীমান্তবর্তী এলাকায় নিয়ম মেনে বিসর্জন সম্পন্ন হয়।