অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে।

0
136

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গণ ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা।

ভাই ও বোনদের দৃঢ় সম্পর্ক অটুট থাকে ভাই ফোঁটা ও রাখি বন্ধনের মাধ্যমে এমনি বলা হয়। কিন্তু পরিবার ও পরিজন হীন অনাথদের কি বা আত্মীয় পরিজন। ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। আলো দেখা থেকেই হয়ত পরিচয়হীন। আরো বেশি মনে পড়ে উৎসবে তাদের পরিবারকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে। তখন অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে।

ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা। অনাথ আশ্রমের মেয়েরা আশ্রমের ভাইদের পাশাপাশি। এলাকার অনেকের কপালেই পড়লো চন্দনের ফোঁটা। এদিন ৩০০ জন ভাই -বোন এই ভাইফোঁটা অংশ নেয় । অনাথ শিশুদের ফোঁটা নিতে এদিন আশ্রমে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইংল্যান্ডের প্রাক্তন মেয়র টিম বোলস। এবং ভারতীয় সংস্কৃতিতে নিজেকে অংশ নিতে পেরে খুব আনন্দিত বোধ করেন বলেই তিনি জানান। এদিন বাকি ভাইবোনদের মতন এক বিদেশিনী একজন বোনের কাছ থেকে ফোঁটা নিয়ে উচ্ছাসিত তিনি। কিন্তু আশ্রম কতৃপক্ষ বলরাম করণ জানিয়েছেন, আমরা খুবই গর্বিত এইরকম একটি অনুষ্ঠান করতে পেরে। প্রত্যেক বছরই আমরা অনাথ ভাই-বোনদের নিয়ে এই গণ ভাইফোঁটা করে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here