অভিনব ভাবে ফ্যাশন শো এর আয়োজন করে চমক দিল বাঁকুড়া জেলার ছাতনার দুবরাজপুর সর্ব ষোলোআনা কালীপূজা কমিটি।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – ফ্যাশন শো, রেম্পে হাঁটা এগুলো মূলত বড় বড় শহরেই আয়োজন হয়ে থাকে। কিন্তু অভিনব ভাবে ফ্যাশন শো এর আয়োজন করে চমক দিল বাঁকুড়া জেলার ছাতনার দুবরাজপুর সর্ব ষোলোআনা কালীপূজা কমিটি। সত্যিই অবাক হতেই হয়, যেখানে আমরা শুধু বিনোদন নয়, বরং গ্রাম বাংলার অগ্রগতি এবং পরিবর্তনের সাক্ষী হতে চলেছি। শহরের মতো গ্রামেও আজ ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করেছে। যেমন করে প্রযুক্তি, শিক্ষা, আর সংস্কৃতির মেলবন্ধন ঘটছে ঠিক তেমন আজকাল গ্রাম বাংলার বুকে ফ্যাশন শো আয়োজন হচ্ছে। কিছুদিন আগেও গ্রামবাংলায় এ ধরনের আধুনিক পরিবেশনার কথা ভাবাই যেত না। আর এই অসম্ভবকেই সম্ভব করে দেখালো ছাতনার এই কালী পুজো কমিটি। গ্রামের পুরুষ মহিলা, যুবক-যুবতী ও কচিকাঁচারা সাবলীল ভাবে হাঁটলেন রেম্পে এবং তুলে ধরলেন ভারতবর্ষের ২৮ টি রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি। আমাদের ভারতবর্ষ ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। তাই আয়োজকরা জানাচ্ছেন ভারতের ২৮টি রাজ্যের রঙিন পোশাক এবং ঐতিহ্য উদযাপন করলাম এই ফ্যাশন শো এর মাধ্যমে। প্রতিটি রাজ্যের নিজস্ব পোশাক, আলাদা রঙ, অনন্য নকশা সব মিলে যেন ভারতবর্ষের সংস্কৃতির এক রঙিন ক্যানভাস তুলে ধরলেন ছাতনার দুবরাজপুর গ্রামের মোট ৫২ জন। এই কর্মসূচির মূল ভাবনার কারিগর কনিকা চ্যাটার্জি বলেন, ‘একেকটি পোশাকের সঙ্গে লুকিয়ে আছে সেই রাজ্যের অজানা ইতিহাস, মানুষের জীবনধারা, বিশ্বাস আর ঐতিহ্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন ভারতের প্রতিটি কোণা ছুঁয়ে দেখছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *