ময়না ব্লকের হরিদাসপুর গ্রামে গোকুল মাঝি নামে এক ব্যক্তি তার দিদি ও জামাইবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

0
209

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের হরিদাসপুর গ্রামে গোকুল মাঝি নামে এক ব্যক্তি তার দিদি ও জামাইবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দিদির নাম কঙ্কাবতী খাড়া জামাইবাবুর নাম প্রতাপ খাঁড়া। গতকাল রাতে প্রতাপ খাঁড়ার মেয়ে জামাই ভাইফোঁটা উপলক্ষে এসেছিলেন।তাদের কাছেই মামা শ্বশুর আবদার করেছিল মদ খাওয়ার জন্য ৮০০ টাকা দিতে হবে।না দেওয়াতে গোকুল মাঝি রেগে গিয়ে মারধর শুরু করে পরে কাটারি নিয়ে মারতে গেলে পরিবারের সব সদস্য ভয়ে পালিয়ে যায় |সেই সময় বকুল মাঝি আগুন লাগিয়ে দেয় |পুলিশ খবর পেয়ে গোকুল মাঝিকে আটক করে ময়না থানায় নিয়ে আসে। গোকুল মাঝির বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here