দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা। বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের মহারাজপুরে। ঘটনার জেরে বেশকিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট – গাজোল ৫১২ জাতীয় সড়ক। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে আচমকা একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই দোকান দুটিতে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে ছড়াতে থাকে আতঙ্ক। দোকান মালিক এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে মরিয়া চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।যে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দোকানগুলিতে থাকা মোবাইল ফোন, স্টেশনারি সামগ্রী, এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এদিকে এই ঘটনার জেরে মহারাজপুরের ৫১২ নম্বর জাতীয় সড়ক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। যে পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানে রাখা সমস্ত পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।