সাগরবাড় হাইস্কুলে ও বাংলা ফসল বীমা যোজনার একটি ক্যাম্পেও যোগদান করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

0
405

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক সহ একাধিক এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।এইদিন প্রথমে কোলাঘাট ব্লকের বিডিও অফিসের দপ্তরে আসেন, সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন। পরে কোলাঘাট ব্লকের সাগরপাড় অঞ্চল এলাকায়, বাংলা আবাস যোজনায় সম্প্রতি অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি পর্যবেক্ষনে যান।পাশাপাশি এই দিন সাগরবাড় হাইস্কুলে ও বাংলা ফসল বীমা যোজনার একটি ক্যাম্পেও যোগদান করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মূলত সম্প্রতি অতি বর্ষণ এবং বন্যায় পূর্ব মেদিনীপুরের একাধিক ব্লক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে অন্যতম কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক। আর এই অতি বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন বাড়ি বাংলা আবাস যোজনায় আওতাভুক্ত করার লক্ষে জেলাজুড়ে প্রশাসনিক ভাবে কাজ শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী আজ পর্যবেক্ষণ এলেন খোলাঘাট এলাকায়। এই দিন পঞ্চায়েতের মন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী,জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here