হবিবপুর ব্লকে পালিত হছে জমির ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বিরোধী দিবস।

0
73

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে গোটা রাজ্যের সাথে মালদা জেলার হবিবপুর ব্লকের আজ ৬ নভেম্বর পালিত হছে জমির ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বিরোধী দিবস।বুধবার দুপুরে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায় হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির লিমিটেড,স্থানে মালদা জেলা কৃষি দপ্তরের উদ্যোগে, ধান ক্ষেতে খর পুরানো আইনত নিষিদ্ধ এর থেকে বিরত থাকুন,প্রায় ৪০ জন কৃষক কে নিয়ে একটি আলোচনা সভা যার পরে ক্ষেতের কিভাবে উন্নতি হবে এবং ক্ষতিটা কিভাবে হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনার পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয় হাতে ফ্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক ধরে এই র‍্যালি করা হয়।জমিতে খড় পোড়ানো কতটা ক্ষেতের জন্য ক্ষতি তা নিয়ে মালদা জেলা কৃষি বিভাগের উদ্যোগে,হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের সহযোগিতায় এই র‍্যালির মাধ্যমে সচেতন করা হয় এলাকার সাধারণ মানুষকে।এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা কৃষি দপ্তরের আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (প্লান্ট প্রটেকশন ) অলোক কুমার দাস, হবিবপুর ফার্ম ম্যানেজার,,
গৌতম শীল,, এছাড়াও হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ মৃধা সহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here