জগদ্ধাত্রী পূজোর শুভ সূচনা হলো গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম মিশনে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — মালদার বামনগোলা ব্লকের গাংগুড়িয়া শ্রী শ্রী সারদাতীর্থম্ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন।এই অনুষ্ঠান উপলক্ষে গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম মিশনকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও জগদ্ধাত্রী পূজোর শুভ সূচনা হয় একই সাথে। এদিন সকালে সাধু সন্ন্যাসীদের দ্বারা ২৫ টি পতাকা উত্তেলন ২৫ টি পায়রা,২৫ বেলুন উরিয়ে ও প্রদীপ জ্বলনের মধ্যে দিয়ে এই মিশনের ২৫ বছর পূর্তি শুভ সূচনা করা হয় । মিশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় যা গোটা এলাকা পরিক্রমা করে।এছাড়াও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে নবমীর দিন নয় টি কুমারী মেয়েকে নিয়ে এবছর কুমারী পুজো করা হবে এ বছর ২৫ বছর পূর্তি উপলক্ষে বেশ ১১ তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *