পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলায় বাল্য বিবাহ একটি জলন্ত সমস্যা হওয়ার তা প্রতিহত করতে যথেষ্ট গুরুত্ব আরোপ করলো পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।গতকাল অর্থাৎ গত বুধবার জেলার কেসিয়াড়ি ব্লকের ধলবেলুন গ্রামে একটি বাল্য বিবাহের তোড়জোড় শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে কর্তৃপক্ষের ওই ব্লকের আইনি সহায়ক শিবনাথ মাইতি প্রশাসনের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার পাশাপাশি ওই নাবালিকাকে উদ্ধার করা হয়,জানা গেছে বেলদা ব্লকের সাবরা গ্রামে বিবাহের ব্যবস্থা করা হয়। এদিকে ৩০ আগস্টেও শালবনি ব্লকের প্যাঁচাপাড়া গ্রামে একটি নাবালিকার বিবাহের ব্যবস্থা করা হলে কর্তৃপক্ষের শালবনি ব্লকের আইনি সহায়ক অভিজিৎ দাস প্রশাসনের আধিকারিকদের নিয়ে হানা দেন এবং বিবাহ টি বন্ধ করেন, জানা গিয়েছে ওই দিন বিবাহের ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে।